g
নিহত সৈয়দ মোহাম্মদ সোহেল (বাঁয়ে) ও হরিপদ সাহা
ছবি: সংগৃহীত

শুক্রবার ২২ নভেম্বর।

দেশজুড়ে আলোচিত এই জোড়া খুনের ঘটনায় করা মামলায় গত বছরের সেপ্টেম্বরে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) তদন্ত কর্মকর্তা। তবে এখনো শুরু হয়নি বিচারপ্রক্রিয়া। নিহত ব্যক্তিদের স্বজনেরা এখন বিচারের অপেক্ষায় রয়েছেন। দেখতে চান, খুনিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের রায়।

২০২১ সালের ২২ নভেম্বর বিকেলে কুমিল্লা নগরের পাথরিয়াপাড়া এলাকায় থ্রি স্টার এন্টারপ্রাইজ নামে কাউন্সিলরের ব্যক্তিগত কার্যালয়ে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন তৎকালীন কাউন্সিলর সোহেল ও তাঁর অনুসারী হরিপদ সাহা। কাউন্সিলর সোহেল কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সদস্য এবং ওই ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন। নিহত হরিপদ সাহা নগরের ১৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য ও সাহাপাড়া এলাকার বাসিন্দা ছিলেন।

এই জোড়া হত্যাকাণ্ডের পরদিন ২০২১ সালের ২৩ নভেম্বর রাতে কাউন্সিলর সোহেলের ছোট ভাই সৈয়দ মো. রুমন বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ করে বলেন আরও পরুন এই জোড়া হত্যাকাণ্ডের পরদিন ২০২১ সালের ২৩ নভেম্বর রাতে কাউন্সিলর সোহেলের ছোট ভাই সৈয়দ মো. রুমন বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ৮ থেকে ১০ জনের বিরুদ্ধে কুমিল্লার কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা করেন। red more


খোঁজ নিয়ে জানা গেছে, গত বছরের সেপ্টেম্বরের শুরুর দিকে মামলার তদন্ত কর্মকর্তা জেলা ডিবি পুলিশের পরিদর্শক শরীফ ইবনে আলম মোট ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেছিলেন। এতে এজাহারভুক্ত ছয় আসামি ও তদন্তে পাওয়া আরও পাঁচ আসামিকে অভিযুক্ত করা হয়। ওই অভিযোগপত্রে ‘বন্দুকযুদ্ধে’ নিহত তিনজনসহ এজাহারভুক্ত পাঁচ আসামিকে অব্যাহতির সুপারিশ করা হয়।


অভিযোগপত্রভুক্ত আসামিরা হচ্ছেন নগরের নবগ্রাম বউবাজার এলাকার সোহেল ওরফে জেল সোহেল, সুজানগরের মো. আলম, জিসান মিয়া, সংরাইশের মাসুম, নবগ্রামের সায়মন উদ্দিন, সুজানগরের রনি, সংরাইশের রাব্বী ইসলাম ওরফে অন্তু, সুজানগরের এমরান খন্দকার, পাথুরিয়াপাড়ার জাহিদুল হাসান ওরফে ইমরান, পূর্ব চানপুরের নাজিম উদ্দিন ও চৌদ্দগ্রামের চাঁপাচৌ গ্রামের ইমরান হোসেন ওরফে রিশাত। আসামিদের মধ্যে রাব্বী ইসলাম ওরফে অন্তু, এমরান খন্দকার, জাহিদুল হাসান ওরফে ইমরান, নাজিম ও ইমরান হোসেনসহ পাঁচজনের নাম এজাহারে ছিল না। তদন্তকালে ঘটনার সঙ্গে সম্পৃক্ততা পাওয়ায় তাঁদের এ মামলায় অভিযুক্ত করা হয় বলে উল্লেখ করেন তদন্ত কর্মকর্তা. Read More..